মহেশপুর সীমান্তে ৫ রোহিঙ্গা নারী-পুরুষ আটক
প্রকাশিত : ০৪:২০ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২০ বুধবার ১৪৪ বার পঠিত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫ নারী ও পুরুষকে আটক করা হয়।
পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা পালিয়ে এসেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।