মন্ত্রীর দারুণ ব্যাটিংয়ে সেমিফাইনালের পথে তার দল
প্রকাশিত : ০৫:০৫ অপরাহ্ণ, ১০ জুন ২০২২ শুক্রবার ২৪৪ বার পঠিত
ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি এখন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
মন্ত্রীর মতো গুরুদায়িত্বের মাঝেও খেলা ছাড়েননি।
দেশটির চলতি রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে দারুণ ব্যাটিং করছেন তিনি।
তিওয়ারির দল এ মুহূর্তে দারুণ অবস্থানে আছে। ম্যাচ হারার বা সেমিফাইনালে না ওঠার আর কোনো সম্ভাবনা নেই।
ঝাড়খণ্ড দলের বিপক্ষে ৪৭৫ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে বাংলা।
তিওয়ারি ১২৫ বলে ৮৪ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছেন। অপর ব্যাটার অভিষেক পোড়েল ৩৪ করেন।
এ সময়ে বাংলার লিড ছিল ৬৭৪ রানের।
সেমিফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে বাংলার। পাঞ্জাবকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে মধ্যপ্রদেশ।
আগামী ১৪ জুন থেকে শুরু হবে সেমিফাইনাল ম্যাচ। বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচ খেলা হবে আলুরেতে কে তিম্মাপিয়া মেমোরিয়াল ক্রিকেট স্টেডিয়ামে।
প্রসঙ্গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের সাবেক সতীর্থ মনোজ তিওয়ারি। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে শিবপুর আসন থেকে নির্বাচিত হন তিনি। হারান ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ থেকে।
প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েই ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিওয়ারি।
অনেকেই ভেবেছিলেন, মন্ত্রিত্ব পাওয়ার পর ক্রিকেট ছেড়ে দেবেন তিওয়ারি। তবে এ ক্রিকেটার জানিয়েছিলেন, ক্রিকেটই তার প্রথম ভালোবাসা। কোনোভাবে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকতে পারবেন না। রাজনীতি ও ২২ গজ— দুই মাঠেই সমানতালে ভূমিকা রেখে যাচ্ছেন তিনি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।