বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতেও বিদ্যুৎহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৮:৩৪ পূর্বাহ্ণ, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার ৪৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে বিদ্যুৎহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। জানা গেছে, রাত সাড়ে ১০টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ নেই।

রাত ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস বিদ্যুৎ ফেরেনি। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ছেন। সংঘর্ষের পর ক্যাম্পাস ত্যাগ করলেও মূল ফটকের বাইরে অবস্থান করছে পুলিশ।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপরই অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এক শিক্ষার্থী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যার দিকে হল ছাড়ার প্রস্তুতি নিয়েছিলাম। পরে ভাবলাম সকালে ছেড়ে দেব। কিন্তু রাত ১টার দিকে গার্ড বললেন, হলে পুলিশ তল্লাশি চালাবে। এটি জানার পর হল থেকে বের হয়েছি। হলে এখন আর কেউ নেই।’

উল্লেখ্য, চলমান কোটা আন্দোলনের মধ্যে বুধবার (১৭ জুলাই) এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হলের শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ছাড়তে বলা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT