মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা, আহত ২
প্রকাশিত : ০৮:৩৫ পূর্বাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার ১৪৮ বার পঠিত
নেত্রকোনার মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দূর্জয় মিয়া (১৪) ও হিমেল মিয়া (১৫) নামের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আহত হিমেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার তিয়শ্রী এন এইচ খান একাডেমীতে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে মদন থানার পুলিশ।
আটককৃতরা হলেন-অন্তর মিয়া (১৪), আসলাম (১৫), রিফাত (১৫), তানভীর (১৪), নাজিম(১৫), রাফি (১৫) প্রয়াস (১৪), স্বাধীন (১৪), বিপ্লব (১৫) ও রিয়াদ (১৪)। তাদেরকে মদন থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, তিয়শ্রী এন এইচ খান একাডেমীতে শুক্রবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় মদন উপজেলার চানগাও গ্রামের বিপ্লব ও নাজিমসহ কয়েকজন গিয়ে ওই বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করে।
এ সময় তিয়শ্রী এন এইচ খান একাডেমীর কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের সাথে বাক-বিতন্ডা হয়। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষরা সমাধান করে অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ পরেই ১৫/২০ জন বখাটে রড ও লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
হামলায় তিয়শ্রী এন এইচ খান একাডেমীর নবম শ্রেনির শিক্ষার্থী দূর্জয় ও হিমেল আহত হলে স্থানীয় লোকজন ১১ জন হামলাকারীকে আটক করে বিদ্যালয়ে আটকে রাখেন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।