ভোলায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত : ০২:৩৩ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার ৫০ বার পঠিত
ভোলার দৌলতখান উপজেলায় বাড়ির পাশের সুপারি বাগান থেকে মো. আব্দুল সাত্তার (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির পাশ্ববর্তী বাগান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল সাত্তারের বসত ঘরের পাশের একটি বড় সুপারি বাগান রয়েছে। ওই বাগানের সুপারি চুরি হয়ে যাওয়ার ভয়ে প্রতিদিন রাতে সুপারি পাহারা দেওয়ার জন্য আব্দুস সাত্তার বাগানে ঘুমান। গতকাল মঙ্গলবার রাতেও তিনি সুপারি বাগানে ঘুমান। সকালে স্থানীয়রা সুপারি বাগানে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাব এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।