ভিডিও কলে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে যে কথা হলো
প্রকাশিত : ০৬:০৭ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার ১০০ বার পঠিত
আগামী বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ ভিডিও কলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ আমন্ত্রণ জানান। খবর আলজাজিরার।
এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন দুই প্রেসিডেন্ট। শি জিনপিংয়ের উদ্দেশ করে পুতিন বলেন, ‘আগামী বছর মস্কো সফর করলে চীন-রাশিয়া সম্পর্ক আরও মজবুত হবে।’
এ বছর চীনে আগের তুলনায় অনেক বেশি তেল রপ্তানি করেছে রাশিয়া। পুতিন বলেন, ‘ইতিহাসে চীন রাশিয়া সম্পর্ক বন্ধুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’
কঠিন সময়ে রাশিয়ার পাশে থাকার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন।
ফোনালাপে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারে সম্মত হন শি জিনপিং। তিনি বলেন, ‘কঠিন সময় হলেও সম্পর্ক জোরদারে আমরা সদাপ্রস্তুত।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।