মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের মুসলমানরা পাকিস্তানকেই সমর্থন করবে

প্রকাশিত : ০৫:৫৪ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ৩১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে লড়ছে অংশগ্রহণকারী দলগুলো। ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ক্রিকেটের বিশ্ব আসর।

১৪ অক্টোবর ভারতের আহমেদাবাদে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতের মুসলিম সমর্থকরা পাকিস্তান ক্রিকেট দলকেই সমর্থন করবে। এমনটি বলছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মুশতাক আহমেদ।

পাকিস্তানের সামা টিভির এক শোয়ে অংশ নিয়ে মুশতাক আহমেদ বলেন, আহমেদাবাদ এবং হায়দরাবাদে তুলনামূলক মুসলিম বেশি। এই কারণে বিমানবন্দরে পাকিস্তান দলের সমর্থন দেখা যাচ্ছে।

মুশতাক আহমেদের মতো একই সুরে কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার নাভেদ উল রানা।

তিনি বলেন, জনসমর্থনের কথা ধরলে হায়দরাবাদ, আহমেদাবাদের মুসলিমরা আমাদের সমর্থন করবে। ভারতীয় মুসলিমরা আমাদের বরাবর সমর্থন করে। ওখানে আমি দুইটা সিরিজ খেলেছি। ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলতে গিয়ে দেখেছি কীভাবে ওখানকার মুসলিমরা আমাদের সাপোর্ট করে। আর হায়দরাবাদের তো কথাই নেই!

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT