ব্রিটিশ রাজ সিংহাসনে রানির ৭০ বছর, উদযাপনে নানা পরিকল্পনা
প্রকাশিত : ১২:৩৩ অপরাহ্ণ, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার ৯৪ বার পঠিত
ব্রিটিশ রাজ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের ৭০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার নানা কর্মসূচি ঘোষণা করেছে ব্রিটিশ রাজপরিবার। এরইমধ্যে ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত চার দিনের ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে। ২ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
সিংহাসনে রানির ৭০ বছর উদযাপন উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে আছে শোভাযাত্রা, স্ট্রিট পার্টি ও বাকিংহাম রাজপ্রাসাদে লাইভ কনসার্ট। এ কনসার্টে বিশ্বের বড় বড় তারকারা অংশ নেবেন।
বছর জুড়ে রানির ৭০ বছর উদযাপন উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। এ সময় ব্রিটেনের বিভিন্ন স্থান ভ্রমণ করবে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
ব্রিটেনের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছেন। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের রাজ সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্ণ হবে ৯৫ বছর বয়সী রানির।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।