বোয়ালমারীতে পুরুষ-মহিলার পৃথক কাবাডি প্রতিযোগিতা
প্রকাশিত : ১২:৪১ অপরাহ্ণ, ৪ নভেম্বর ২০২০ বুধবার ৫২ বার পঠিত
মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে পুরুষ ও মহিলা দলের পৃথক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জেলা পুলিশের সহযোগিতায় এবং কাবাডি কমিটির আয়োজনে বোয়ালমারী উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
উভয় বিভাগেই বোয়ালমারী দল বিজয়ী লাভ করে। কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার। এতে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাশেদুল ইসলাম, বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা মিয়া ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।
এ ম্যাচে ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। তারা প্রতিপক্ষ ফরিদপুর সদর দলকে ৪৮-৪২ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়। এছাড়া মেয়েদের দলেও চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। তারা প্রতিপক্ষ ফরিদপুর সদর দলকে ৩২-২৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।