বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু, গুরুতর অসুস্থ শিশুপুত্র
প্রকাশিত : ০৩:২৭ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ২৯৭ বার পঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ এবং শাশুড়ির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুননাহার (২৫)।
এ ঘটনায় নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আব্দুস ছালেক বলেন, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বউ এবং শাশুড়ির মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে নেওয়া হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।