বিশ্বকাপে যে তিন পেসার খেলতে পারেন
প্রকাশিত : ০৬:৩৩ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২৩ শুক্রবার ১৬ বার পঠিত
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দল নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকের বিশ্বকাপ দল নিয়ে বিসিবি বস বলেন, আমার ধারণা বিশ্বকাপে তিনটা পেসার খেলবে। সাকিব যদি খেলে একজন স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপে খেলবেন না।
তিনি আরও বলেন, হাসান মাহমুদ আছে, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে।
তবে অলরাউন্ডার মেহেদি হাসানা মিরাজ প্রসঙ্গ পাপন বলেন, আমার মনে হয় না কেউ মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা বলবে।
বৃহস্পতিবার মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পাপন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।