সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় উল্লাসে মাতল তারুণ্য

প্রকাশিত : ০৮:২২ পূর্বাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কনসার্ট শুরু হয় বেলা ২টায়। কিন্তু সকাল থেকেই সংসদ ভবনের সামনে বিশাল সড়কে জড়ো হতে থাকেন দর্শক-শ্রোতারা। ঢাকার অলিগলি ছাড়াও বাইরে থেকে আসেন অনেকে। তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সংসদ ভবন এলাকা। কনসার্ট শুরু হওয়ার সময় মানিক মিয়া অ্যাভিনিউর সামনে থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত লোকারণ্য। এমন জনস্রোত আর কোনো কনসার্টে দেখা গেছে কিনা– কেউ মনে করতে পারছেন না।

মহান বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল সোমবার এ দৃশ্য দেখা গেছে। রাত ১১টার দিকে কনসার্ট শেষ হওয়া পর্যন্ত দর্শকে কোনো ভাটা ছিল না। অনেক লোক সংসদ ভবনের সামনের বিভিন্ন গাছে ওঠেন প্রিয় শিল্পীকে একনজর দেখতে। গানের তালে তালে তারা বিজয় উল্লাসে মেতে ওঠেন। অসংখ্য তরুণ-তরুণী হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে কনসার্ট উপভোগ করেন।

বিএনপির আয়োজনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এ কনসার্টে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা গান গেয়েছেন। বিএনপি জানিয়েছে, দেশের গান ও সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর উদ্দেশ্যেই এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।

শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। দুপুর সোয়া ২টার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এর পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি।

সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গান। এ ছাড়া গান পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, বেবী নাজনীন, মনির খান, কনা, ইমরান, জেফারসহ অনেকে। ব্যান্ডের মধ্যে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস পারফর্ম করে। প্রায় ২০ বছর পর কনসার্টে মঞ্চ মাতান ব্যান্ডশিল্পী হাসান। যাত্রাবাড়ী থেকে কনসার্টে আসা রাইসুল আসাদ নামে এক যুবক জানান, তিনি মূলত জেমসের গান শুনতেই এসেছেন বন্ধুদের সঙ্গে।

কনসার্টের শেষ প্রান্তে ছিল জেমসের পরিবেশনা। তিনি বিখ্যাত ‘কবিতা’ দিয়ে শুরু করেন। তাঁর গানে দর্শক-স্রোতাদের মধ্যে সাগরের তরঙ্গের মতো ঢেউ ওঠে। স্রোতারা প্রতিটি গান কণ্ঠে তুলে নেন। রাতে অনুষ্ঠান যখন শেষ হলো, তখন তৃপ্তির ঢেঁকুর তুলে বাড়ি ফেরেন অনেকে। সঙ্গে নিয়ে যান বিরল এ কনসার্টের অবিস্মরণীয় স্মৃতি।

‘সবার আগে বাংলাদেশ’ নামে সংগঠনটি গত ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। এর আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার, অনাচারের কারণে গত দেড় দশক মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। এবার স্বৈরাচারমুক্ত দেশে সবাইকে নিয়ে বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

কনসার্ট চলাকালে বিকেল ৩টা ৫০ মিনিটে ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে। এতে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন পোর্টালের সাংবাদিক আহত হন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT