বিএনপি-জামায়াতকে শিক্ষা দিতে যুবলীগই যথেষ্ট: হানিফ
প্রকাশিত : ০৬:৩১ পূর্বাহ্ণ, ১৪ মে ২০২৩ রবিবার ৪৫ বার পঠিত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতে বিএনপি-জামায়াতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিহত করেছিল আগামী দিনেও নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এ দেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।
শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন মাতুব্বর প্রমুখ।
মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা নেই। এ কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে ধরনা ধরছে। যদি এ দেশের জনগণ বিএনপির সঙ্গে থাকত তাহলে খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিতেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।