বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান আর নেই
প্রকাশিত : ০৫:২৯ অপরাহ্ণ, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার ৮৪ বার পঠিত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মসিউর রহমান (ইন্না লিল্লাহি … রাজিউন) আর নেই। তিনি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মসিউরের চাচাতো ভাই জেলা বিএনপির সভাপতি আবদুল মজিদ এ তথ্য জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আবদুল মজিদ বলেন, মসিউর সকালে ঝিনাইদহ শহরের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মসিউর রহমান বিএনপি গঠনের শুরু থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মসিউর রহমান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামের মৃত মনির উদ্দিন বিশ্বাস ও মৃত সুলতানা নেছার ছেলে। ১৯৫৩ সালের ২৫ জুন কন্যাদহ গ্রামে মসিউর জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।