বিএনপির সমাবেশে বিভাগ ও মহানগরে থাকবেন যেসব কেন্দ্রীয় নেতা
প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার ৮৩ বার পঠিত
যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে ১০ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি।
সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ২৫ জানুয়ারির কর্মসূচি সফল করার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধায়ীসহ জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এছাড়া বিবৃতিতে বিভাগীয় সদর ও মহানগরের সমাবেশ সমূহে যেসব কেন্দ্রীয় সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন তারা হলেন-
ঢাকায় নয়াপল্টন সড়কে সমাবেশে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং বেগম সেলিমা রহমান।
বরিশাল
প্রধান অতিথি: হিসেবে থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় সদস্য- জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি
চট্টগ্রাম
প্রধান অতিথি: আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি
রাজশাহী
প্রধান অতিথি: ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি-বিএনপি
গাজীপুর
প্রধান অতিথি: বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান-বিএনপি
কুমিল্লা
প্রধান অতিথি: মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান-বিএনপি
সিলেট
প্রধান অতিথি: ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান-বিএনপি
ময়মনসিংহ
প্রধান অতিথি: শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান-বিএনপি
রংপুর
প্রধান অতিথি: অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান-বিএনপি
ফরিদপুর
প্রধান অতিথি: অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস-চেয়ারম্যান-বিএনপি
খুলনা
প্রধান অতিথি: নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান-বিএনপি
নারায়ণগঞ্জ
প্রধান অতিথি: অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব-বিএনপি
এছাড়া বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সমগ্র কর্মসূচি সমন্বয় করবেন এবং সুবিধামত ইউনিটের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।