বিএনপির গণমিছিল: নয়াপল্টনে জুমা পড়লেন নেতাকর্মীরা
প্রকাশিত : ০৬:০১ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার ৩৪ বার পঠিত
দলের গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন তারা। নামাজের পর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করার কথা রয়েছে বিএনপির।
শুক্রবার দুপুর ১টায় জুমা নামাজের আগে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নয়াপল্টনের সড়কে যানচলাচল বিঘ্ন হয়। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ অনেকটা কম।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিলে নেমেছে বিএনপি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।