বিএনপির কর্মসূচি দেখে আ’লীগের মাথা খারাপ হয়ে গেছে: খন্দকার মোশাররফ
প্রকাশিত : ০৬:৪৬ অপরাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার ১৪০ বার পঠিত
বিএনপির কর্মসূচি দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘মাথা খারাপ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি পালিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় উত্তরার জসিমউদ্দীন সড়ক থেকে শুরু হওয়া পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় অংশ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই তারা বিএনপির কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচির নামে শান্তি সমাবেশ করছে।
দেশে ‘গণতন্ত্র নেই’ দাবি করে তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই তা আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। তাই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ।
ড. মোশাররফ বলেন, বিএনপির যত দাবি তা জনগণের দাবি। যারা ভোট ডাকাত তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।