বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হলেন আনোয়ার হোসেন খোকন
প্রকাশিত : ০৮:৫৫ পূর্বাহ্ণ, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার ১২ বার পঠিত
পদোন্নতি পেলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পদোন্নতি দিয়ে এখন তাকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৮ আগষ্ট বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।