বাইডেন-পুতিন বৈঠক থেকে কী প্রত্যাশা রাশিয়ার?
প্রকাশিত : ০৫:০১ অপরাহ্ণ, ১৫ জুন ২০২১ মঙ্গলবার ৯৭ বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামীকালের বৈঠকের মধ্যদিয়ে বিশাল কোনো পরিবর্তনের আশা করছে না মস্কো। বুধবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হওয়ার কথা।
দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কয়েক দিন আগেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন সরকার হস্তক্ষেপ করেছিল বলেও আবারও অভিযোগ করেন বাইডেন।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, আমেরিকা ও রাশিয়ার শীর্ষ বৈঠকের মধ্য দিয়েই সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যাবে এমন আশা করাটা অতি-সরলতা ছাড়া আর কিছু নয়।
তিনি রাশিয়ার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, পুতিন-বাইডেন বৈঠকের ফলে দুই দেশের রাষ্ট্রদূতদের আবারও কর্মস্থলে পাঠানো এবং নতুন সমঝোতা বাস্তবায়নের কাজ শুরু হবে। এ ছাড়া এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনার সুযোগ তৈরি হতে পারে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।