বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশিত : ০৮:২১ পূর্বাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ৪০ বার পঠিত
রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুন পাশের একটি গোডাউনেও ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, রাত ৯টা ২৮মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারেনি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।