বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

প্রকাশিত : ০৭:৩৭ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার ২০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

আর এরইমধ্যে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি ঠিক করল বিসিবি।

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহরা।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তার আগে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

সূচি অনুযায়ী, ২৮ জুলাই হবে প্রথম ওয়ানডে, এরপর আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। আগামী ৪, ৬ ও ৮ আগস্ট মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

উইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরবেন আগামী ১৮ জুলাই। অর্থাৎ দেশে ফিরে এক সপ্তাহও বিশ্রামের সুযোগ নেই তামিম-রিয়াদদের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT