মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় : এসএসসি ২০২৫-এর প্রস্তুতি

প্রকাশিত : ০৬:৪৫ পূর্বাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার ১১৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তৃতীয় অধ্যায়

সৌরজগৎ ও ভূমণ্ডল

জ্ঞানমূলক প্রশ্ন

১। মূল মধ্যরেখা কাকে বলে?

উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দির এর উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে।

২। প্রতিবাদ স্থান কী?

উত্তর : ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিবাদ স্থান বলে।

৩। আহ্নিক গতি কী?

উত্তর : পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। সঠিকভাবে এর সময় হলো ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলে।

৪। অক্ষাংশ কী?

উত্তর : নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে।

৫। নিরক্ষরেখা কী?

উত্তর : দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তা নিরক্ষরেখা ।

৬। গ্রহ কাকে বলে?

উত্তর : মহাকর্ষ বলের প্রভাবে যেসব জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিগমন করছে এদের গ্রহ বলা হয়।

৭। সৌর কলঙ্ক কাকে বলে?

উত্তর : সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে।

৮। গ্রহাণুপুঞ্জ কাকে বলে?
উত্তর : মঙ্গল ও বৃহস্পতির মাঝে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে। এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই। ১.৬ কিলোমিটার থেকে ৮০৫ কিলোমিটার ব্যাস সম্পূর্ণ গ্রহাণুগুলোকে গ্রহাণুপুঞ্জ বলে।

৯। বার্ষিক গতি কাকে বলে?

উত্তর : পৃথিবী নিজ অক্ষের অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে।

১০। সৌরজগৎ কাকে বলে?

উত্তর : সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ।

১১। মেরুরেখা কাকে বলে?

উত্তর : পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে।

১২। সৌর দিন কাকে বলে?

উত্তর : নিজ অক্ষের ওপর পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে সৌর দিন বলে।

১৩। কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?

উত্তর : পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের ওপর থেকে চারদিকে দ্রুতবেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার যে প্রবণতা রয়েছে তাকে কেন্দ্রাতিগ শক্তি বলে।

১৪। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় কতটি?

উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় চারটি।

১৫। সৌরজগতের প্রাণকেন্দ্র কী?

উত্তর : সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য।

১৬। কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়?

উত্তর : সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়।

১৭। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী?

উত্তর : সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ।

১৮। বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখায় অবস্থিত?

উত্তর : বাংলাদেশ ২০ ডিগ্রি ৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬ ডিগ্রি ৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮ ডিগ্রি ০১’ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২ ডিগ্রি ৪১’ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।

১৯। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ কত?

উত্তর‌‌ : পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি।

২০। সূর্যের উত্তরায়নের শেষ দিন কত তারিখ?

উত্তর : সূর্যের উত্তরায়নের শেষ দিন হলো একুশে জুন।

২১। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

উত্তর : পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT