বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের প্রস্তাব ভারতের
প্রকাশিত : ০২:৩৮ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০২১ রবিবার ৮৪ বার পঠিত
ভারতে করোনার (কোভিড-১৯) প্রকোপ ভয়াবহ হওয়ায় এখনই অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা বাংলাদেশকে দিতে পারছে না দেশটি। তবে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ সংক্রান্ত একটি নোট ভারবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। নোট ভারবালে এ প্রস্তাব দেওয়া হয়। এতে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়।
ভারতে এখন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এ টিকার ৭৮ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভারত বায়োটেক।
ভারত থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা আনার চুক্তি করেছিল বাংলাদেশ। তবে এখন পর্যন্ত টিকা এসেছে ৭০ লাখ। এর বাইরে ভারত উপহার হিসেবে দিয়েছে ৩৩ লাখ টিকা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।