বাংলাদেশের ব্যাংকে টাকা ভর্তি বললেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত : ০৮:৫৭ পূর্বাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার ৪২ বার পঠিত
ব্যাংকে টাকা ভর্তি থাকায় বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনুদানের চেক বিতরণ শেষে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্ন উঠে না। ব্যাংকে টাকায় ভর্তি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, কিছু লোক তাদের অসৎ উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তারা সহজ-সরল আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাদের গ্রহণ করবে না। এই জন্য তারা চোরা পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তারাই গুজব সৃষ্টি করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।