বাংলাদেশিদের জন্য পুনরায় অনলাইন ভিসা সেবা চালু করলো ভারত
প্রকাশিত : ০৯:৪৭ পূর্বাহ্ণ, ১০ অক্টোবর ২০২০ শনিবার ১৮৪ বার পঠিত
বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।
বর্তমানে অনুমোদিত ভিসা বিভাগগুলো হলো-চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিক। শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় আবার চালু করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।
এর আগে, গত ১২ মার্চ মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।