রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে শুভেচ্ছা এক আর্জেন্টাইনের

প্রকাশিত : ০৮:০৬ পূর্বাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১০২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস। এবারের কাতার বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এক ভিডিও টুইটারে শেয়ার করে বিশ্বজুড়ে জানিয়ে দিয়েছে এই পাগুলে ভক্তদের উন্মাদনার কথা। এরপর পুরো বিশ্ব জেনে গেছে এদেশের আর্জেন্টাইন সমর্থকদের কথা।

আর্জেন্টাইন সাংবাদিক ইয়োসেন তো বাংলাদেশি সমর্থকদের নিয়ে টুইটের পর টুইট করেই যাচ্ছেন। তিনি বিভিন্ন আর্জেন্টাইন গণমাধ্যমে বলেছেন, যে কোনো বিশ্ব আসরে তিনি বাংলাদেশকে সমর্থন করবেন।

ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ভিডিও দিয়ে তিনি বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদযাপনের ছবিও তিনি পাওয়ার আগ্রহ দেখিয়েছেন।

কাতারে আর্জেন্টাইনদের হাতে তাদের নিজ দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও দেখা গেছে। কেউ কেউ গ্যালারিতে বসে কিংবা মাঠের বাইরে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বলেছেন, ‘বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT