বসলো ৩২ তম স্প্যান, দৃশ্যমান ৪ হাজার ৮০০ মিটার পদ্মা সেতু
প্রকাশিত : ০৯:৩৫ পূর্বাহ্ণ, ১১ অক্টোবর ২০২০ রবিবার ১৪৮ বার পঠিত
পদ্মা সেতুতে ৩২তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৮০০ মিটার পদ্মা সেতু। আজ রবিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি।
এর আগে গতকাল শনিবার সারা দিন স্প্যানটি বসানোর প্রাণান্ত চেষ্টা করা হয়। তবে এতে বাদসাধে প্রবল স্রোত আর পলি। যে কারণে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩২তম স্প্যানটি বসানোর চেষ্টা করেও সফল হওয়া যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।