বন বাঁচাতে জার্মানিতে পরিবেশবাদীদের অভিনব বিক্ষোভ
প্রকাশিত : ১০:৪৪ পূর্বাহ্ণ, ২১ নভেম্বর ২০২০ শনিবার ৬১ বার পঠিত
জার্মানির একটি সড়ক প্রশস্ত করার জন্য হেসে রাজ্যের একটি বনের গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ করছেন জার্মানির পরিবেশবাদীরা। তাদের সরিয়ে দিতে পুলিশের বিশেষ বাহিনী কাজ করছে।
জানা যায়, হেসে রাজ্যের ডানেনরোড অরণ্যের পাশে এ-৪৯ মহাসড়ক প্রশস্তের কাজ চলছে। মঙ্গলবার এর বিরুদ্ধে সেই অরণ্যে অবস্থান করছিলেন পরিবেশবাদীরা। বিক্ষোভকারীদের সরিয়ে অব্যাহত রয়েছে সড়ক নির্মাণ কাজ।
এদিকে বনের গাছ যাতে না কাটা হয় সেজন্য চেষ্টা করছেন এই পরিবেশবাদীরা। কেউ গাছে মাচা বেঁধে, ট্রি হাউজ বানিয়ে, হ্যামক ঝুলিয়ে প্রতিবাদের ভিন্ন পন্থা বেছে নিয়েছেন।
আবার কেউ কেউ রাস্তায় গাছের গুড়ি ফেলে কাজ বন্ধের চেষ্টা করেন। পরিবেশবাদীদের দাবি, আড়াইশ বছর পুরোনো ওক গাছ রয়েছে এই বনে। রাস্তা চওড়া করতে হলে এই গাছগুলো কাটতে হবে। তাই তারা এর প্রতিবাদে সরব হয়েছেন।
অন্যদিকে, গত কয়েক মাস ধরেই পরিবেশবাদীরা বিভিন্ন এলাকায় বন রক্ষার দাবিতে প্রতিবাদ করে আসছে। তারা বলছে, গাছ কাটার এই পরিকল্পনা জার্মান সরকারের জলবায়ু পরিবর্তন রোধ নীতির সাথে সাংঘর্ষিক।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।