মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বন্যার্তদের সাহায্যার্থে জাপার ১০ সদস্যের টিম

প্রকাশিত : ০৮:২৫ পূর্বাহ্ণ, ২০ জুন ২০২২ সোমবার ৯১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বন্যার্তদের সাহায্যার্থে জাতীয় পার্টির ১০ সদস্যের টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জাপার কো-চেয়ারম্যান সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে টিম প্রধান করে সিলেটসহ সারা দেশে অসহায় বন্যার্তদের সাহায্য করতে এ টিম গঠনের নির্দেশ দেন পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের এমপি।

জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী টিম গঠনের নির্দেশনা পেয়েই কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার সবার সঙ্গে আলোচনা করে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এছাড়া অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন।

তিনি সিলেটে অসহায় বন্যার্তদের মাঝে তার টিমসহ ত্রাণ সামগ্রী নিয়ে যত দ্রুত সম্ভব পৌঁছে যাবেন বলে দলীয় চেয়ারম্যানকে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT