বগুড়ায় সাবেক সাংসদ পুত্র ফেনসিডিলসহ গ্রেফতার
প্রকাশিত : ০৭:১৯ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ১,১২৪ বার পঠিত
বগুড়ায় সাবেক এক সাংসদ পুত্রকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ তথ্য জানান। গ্রেফতারকৃত রাহিদ মোস্তাফিজ (৪৫) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পটল ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (২০ সেপ্টেম্বর) শুক্রবার গভীর রাতে বগুড়া শহরের কালিতলায় রাহিদের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। এ সময় একটি কালো রঙের ব্যাগে রাখা ৫৫ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল বিক্রির নগদ ৪৭ হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাহিদ দীর্ঘদিন থেকে ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছিল। গ্রেফতারের পর ফেনসিডিল বিক্রি ও সেবনের কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে এই সাংসদ পুত্র।
গ্রেফতারকৃত রাহিদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। রাহিদকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।