বগুড়ায় নগদ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত : ০৩:৫৬ অপরাহ্ণ, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার ৮৭ বার পঠিত
বগুড়ায় জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২ বগুড়া সোমবার রাত ১১টার সময় শিবগঞ্জ উপেজলার মহাস্থান পূর্বপাড়া থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- খাইরুল ইসলাম (৩৯), ফারুক হোসেন (৩৫), সোহেল রানা (৩৪), হুমায়ন কবির (৪৬), সাগর (২৮), সুমন (৩৩) ও আব্দুল খালেক (৪০)। তারা প্রত্যেকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা।
র্যাব-১২ বগুড়া মঙ্গলবার দুপুরে তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা সবাই জুয়ায় আসক্ত। প্রতিদিন তারা গ্রেফতার হওয়া স্থানে জুয়ার আসর বসায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ১২হাজার ১০টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রচলিত আইনে মামলা করে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।