সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় হিমাগার থেকে ফের এক লাখ ডিম উদ্ধার

প্রকাশিত : ০৭:৩৯ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২৪ রবিবার ৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বগুড়ায় কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুদ করা আরও এক লাখ ডিম উদ্ধার হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এ ডিমগুলো উদ্ধার করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে কোল্ড স্টোরেজ ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার ডিম বাজারজাত করা হয়।

এছাড়া অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে বাজারজাত করতে মুচলেকা নেওয়া হয়।

বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৫ মে কাহালুর মুরইলে আফরিন কোল্ড স্টোরেজ নামে হিমাগার থেকে প্রায় পাঁচ লাখ ডিম উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT