ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ১৩৮ কোটি টাকা
প্রকাশিত : ১১:০৭ পূর্বাহ্ণ, ২ মার্চ ২০২১ মঙ্গলবার ২৮ বার পঠিত
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। সোমবার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার।
করোনা মহামারির মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়েনি। এতে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা)।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।