ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ করালেন মেয়র
প্রকাশিত : ০৫:২৫ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার ২০৫ বার পঠিত
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলায় আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি গরু জবাই করে প্রায় পাঁচ হাজার লোকের ভূরিভোজের আয়োজন করেন। খাবারের পর আর্জেন্টিনার সমর্থকরা রাতজুড়ে শহরে আনন্দ-উল্লাস করতে থাকে।
রোববার রাতে ফেনী পৌরসভার চত্বরে পৌর মেয়র এ আয়োজন করেন। জেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের জন্য এ ভূরিভোজের আয়োজন করা হয়েছে। খেলা দেখার জন্য বড়পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বিভিন্ন পাড়ায় চলছে উন্নত খাবারের আয়োজন।
রোববার বিকাল থেকে শহরের বিভিন্ন সড়ককে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয়।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, আমরা ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি। তাই ফাইনাল খেলা উপলক্ষ্যে খাওয়ার আয়োজন করেছি। এ জন্য লাখ টাকার গরু কিনে জবাই করেছি। আমরা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও দাওয়াতে অংশ নিয়েছেন।
ফেনী থানার ওসি (তদন্ত) মো. মাহফুজ বলেন, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।