ফাইনালে মাঠে নেমেই মাশরাফির ‘সেঞ্চুরি’
প্রকাশিত : ০৮:১৪ অপরাহ্ণ, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ৪৯ বার পঠিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল মাঠে গড়িয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
২০১২ থেকে এ পর্যন্ত কুমিল্লা, রংপুর রাইডার্স, ঢাকা ও সিলেটের হয়ে অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি। সর্বোচ্চ ১১১ ম্যাচ খেলে শীর্ষে আছেন মুশফিকুর রহীম। তবে সব মিলিয়ে বিপিএলে মাশরাফির খেলা ম্যাচের সংখ্যা ১০৫। খেলোয়াড় হিসেবে এ পর্যন্ত বিপিএলে বল হাতে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফি।
বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি।
অধিনায়ক হিসেবে বিপিএলে ম্যাচ খেলার দিক থেকে মাশরাফির কাছাকাছি আছেন শুধু সাকিব আল হাসান, ৮৬ ম্যাচ। সাকিবের পরে ৮৫ ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ তৃতীয় স্থানে।
অধিনায়ক হিসেবে আগের ৯৯ ম্যাচের মধ্যে মাশরাফির জয় ৬৪টি, পরাজয় ৩৫টি। জয়ের হার ৬৪.৬৪। মাশরাফি বিপিএলে তিন দলের হয়ে জিতেছেন চারটি শিরোপা। সম্ভবত ক্যারিয়ারে এটাই শেষ বিপিএল তার। ফাইনালে কুমিল্লার বিপক্ষে জিততে পারলে একমাত্র ক্রিকেটার হিসেবে বিপিএলের পঞ্চম শিরোপা জিতবেন মাশরাফি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।