প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ৩ জন কারাগারে কুষ্টিয়ায়
প্রকাশিত : ০৮:০৫ পূর্বাহ্ণ, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ২২ বার পঠিত
কুমারখালীতে স্কুলছাত্রী জিনিয়া খাতুনের জানাজায় গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক আব্দুর রশিদের করা মামলায় ৩ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ আগস্ট) সকালে ৬ জন আসামি কুমারখালী আমলি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্থন করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জুসিডিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
তারা হলেন- কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফারুক হোসেন, গাজীর উদ্দিন ও মো. জাবেদ আলী। আদালতের জিআরও সুমন সরদার ৩ জনের জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদের সিঁড়িঘরে উঠে ৫ ছাত্রী ধূমপান করে। বিষয়টি জানতে পেরে শিক্ষকরা তাদের ডেকে এনে ভিডিও ধারণ করেন। শিক্ষকরা বিষয়টি অভিভাবকদের জানানো, অনলাইনে ছড়ানো ও ছাড়পত্র (টিসি) দেয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২ ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও গলায় ফাঁস নিয়ে জিনিয়া খাতুন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করে। সে সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই স্কুলছাত্রীর জানাজায় যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। সে সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে আহত করে। এ ঘটনায় গত শুক্রবার (১১ আগস্ট) রাতে ৭ জনের নামে থানায় মামলা করেন প্রধান শিক্ষক। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ২০ জনকে।
এর আগে, বুধবার (৯ আগস্ট) ৩ জন শিক্ষক ও একজন কর্মচারীকে আসামি করে আত্মহত্যা প্ররোচণার মামলা করে নিহত ছাত্রীর মা শান্তা খাতুন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।