‘পুষ্প-২’র মুক্তি নিয়ে সংশয়!
প্রকাশিত : ০৬:০৭ পূর্বাহ্ণ, ১৮ মে ২০২৪ শনিবার ৭০ বার পঠিত
দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা : দ্য রুল’ হলো চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি। এটি তার ২০২১ সালের ব্লকবাস্টার, ‘পুষ্পা: দ্য রাইজ’র সিক্যুয়াল। সুকুমার পরিচালিত এ সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা রাশমিকা মান্দানা।
কয়েকদিন আগে, নির্মাতা সিনেমাটির প্রথম টিজার এবং প্রথম একক ‘পুষ্পা পুষ্পা’ প্রকাশ করার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু কেন?
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটি যিনি সম্পাদনা করছেন, অ্যান্টনি রুবিন, তিনি কাজ ছেড়ে চলে গেছেন। এ কারণে সিনেমাটির গান ও টিজার রিলিজ করা সম্ভব হয়নি। একই কারণে এ সিনেমার মুক্তিও পেছাতে পারে বলে জোর গুজব তৈরি হয়েছে।
তবে এ গুজব নাকচ করে দিয়েছেন নির্মাতা। তিনি জানিয়েছেন অ্যান্টনির পরিবর্তে নবীন নুলি সম্পাদনার দায়িত্ব নিয়েছেন। নির্দিষ্ট তারিখ অর্থাৎ চলতি বছরের ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।
ভারতীয় গণমাধ্যমকে সিনেমার একটি সূত্র জানিয়েছে, ‘পুষ্প-২ যথাসময় অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পাবে। আল্লু অর্জুন চলতি মাসেই তার অংশের সিনেমাটির শুটিং শেষ করবেন এবং জুনের মধ্যে সিনেমার বাকি শুটিং শেষ হবে। তাই সিনেমাটি দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
উল্লেখ্য, এ সিনেমায় আল্লু অর্জুন একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে এবং রাশমিকা তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় অভিনয় করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।