‘পুষ্পা-টু’তে থাকছে বিজয় সেতুপাতি
প্রকাশিত : ০৫:৩৫ অপরাহ্ণ, ২৯ জুন ২০২২ বুধবার ২৩৫ বার পঠিত
গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত সিনেমা‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে ঝর তুলে আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি। ছবিটিতে আল্লুর স্টাইল আইকন হয়ে উঠে বিশ্বব্যাপী। ছবিটির দ্বিতীয় কিস্তি যে নির্মাণ হবে সেটার ঘোষণা এসেছে আগেই। তাই দ্বিতীয় কিস্তি নিয়েও আগ্রহের কমতি ছিলো দর্শকদের।
শিগগিরই শুরু হতে যাচ্ছে এই সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিং। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা।
নতুন খবর হচ্ছে এ সিনেমায় নতুন করে যুক্ত হচ্ছেন তামিল সিনেমার জাদরেল অভিনেতা বিজয় সেতুপতি। টলিউড ডটনেটকে একটি সূত্র বলেন—‘পরিচালক সুকুমার ও তার টিম ‘পুষ্পা-টু’ সিনেমার চিত্রনাট্যের চূড়ান্ত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সিনেমাটিতে একজন সিনিয়র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।