পুরুষশূন্য চরবরদাইল গ্রাম
প্রকাশিত : ০৬:৩১ পূর্বাহ্ণ, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার ৪১ বার পঠিত
ধামরাইয়ের চরবরদাইল গ্রামে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। এতে চরবরদাইল গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। প্রতিটি ঘরে ঘরে ঝুলছে তালা। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতাররা বাবর আলী, শহর আলী ও ঝর্ণা আক্তার। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ধামরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন আবেদন নাকচ করেছেন বলে নিশ্চিত করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই শাখাওয়াত হোসেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাখাওয়াত হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।