পুতিনকে ফোন, যা নিয়ে আলোচনা করলেন মোদি
প্রকাশিত : ০৬:০১ অপরাহ্ণ, ১ জুলাই ২০২২ শুক্রবার ১৫৩ বার পঠিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।
এ দুই নেতার ফোনে কথোপকথনের বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে মোদির অফিস।
সেই বিবৃতিতে বলা হয়েছে, তারা আলোচনা করেছেন কিভাবে কৃষি, সার এবং ফার্মা পণ্য নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বৈশ্বিক ইস্যুগুলো নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে ছিল আন্তর্জাতিক জ্বালানি এবং খাদ্যের বিষয়টি।
ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য যেন তিনি আলোচনা এবং কূটনৈতিক পন্থাকে বেঁছে নেন।
এদিকে ইউক্রেনে হামলা করার পর এশিয়ায় নিজেদের বাজার বিস্তৃতি করার লক্ষ্যে ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি শুরু করে রাশিয়া। ডিসকাউন্ট মূল্যে পাওয়া তেল বিপুল পরিমাণে কেনা শুরু করে ভারত।
তাছাড়া এশিয়ার জায়ান্ট চীনও ডিসকাউন্ট মূল্যে পাওয়ায় রাশিয়ার তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।