পিটার দি গ্রেটের সঙ্গে নিজেকে তুলনা করলেন পুতিন
প্রকাশিত : ০৫:১৩ অপরাহ্ণ, ১০ জুন ২০২২ শুক্রবার ১২৪ বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে সাবেক রাশিয়ান সম্রাট পিটার দি গ্রেটের সঙ্গে তুলনা করেছেন। ১৮ শতকের যুদ্ধে পিটার দি গ্রেট বাল্টিক উপকূল জয় করেন। তার নেতৃত্বে সুইডেনকে হারিয়ে ইউরোপে শক্তিশালী দেশে পরিণত হয় বর্তমান রাশিয়া।
পিটার দি গ্রেটের ৩৫০তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মস্কোতে একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন পুতিন।
সেখানে পিটার দি গ্রেটের সেন্ট পিটার্সবার্গ প্রতিষ্ঠা করার সঙ্গে রাশিয়ার বর্তমান লক্ষ্যের সঙ্গে তুলনা করেছেন পুতিন।
কিছু তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে পুতিন বলেন, তোমরা হয়ত ভাবছ সুইডেনের সঙ্গে যুদ্ধ করে পিটার দি গ্রেট কোনো অঞ্চল ছিনিয়ে নিচ্ছিল। সে কোনো কিছু নিচ্ছিল না। সে অঞ্চলগুলো ফিরিয়ে নিচ্ছিল।
পুতিন আরও বলেন, পিটার দি গ্রেট যখন সেন্ট পিটার্সবার্গকে রাশিয়ার রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল তখন ইউরোপের কোনো দেশ কেউ এটিকে স্বীকৃতি দেয়নি।
সকলে এটিকে সুইডেনের অংশ হিসেবে স্বীকৃতি দিচ্ছিল। কিন্তু প্রাচীনকাল থেকে সেখানে স্লাভসদের সঙ্গে ফিন্নো-উগরিক মানুষরা বসবাস করেছে।
এরপর ইউক্রেনের বিষয়টিকে ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, এটি আমাদেরও দায়িত্ব অঞ্চল ফিরিয়ে নেওয়া ও শক্তিশালী করা।
পুতিন আরও বলেন, হ্যাঁ আমাদের দেশের ইতিহাসে কিছু সময় আছে যখন আমাদের পিছিয়ে যেতে হয়েছে, কিন্তু পিছিয়ে গিয়েছি শুধুমাত্র আরও শক্তিশালী হওয়ার জন্য ও সামনে এগিয়ে যাওয়ার জন্য।
সূত্র: আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।