পাকিস্তানের কিংবদন্তি স্পিনারের জামাই হলেন শাদাব খান
প্রকাশিত : ০৫:৩০ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার ৪৯ বার পঠিত
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের মেয়েকে বিয়ে করেছেন দলটি তারকা ক্রিকেটার শাদাব খান।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর নিজেই নিশ্চিত করেছেন শাদাব খান।
শাদাব লেখেন, ‘আমি আমার মেন্টরের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সে একান্তে জীবন থাকতে চায়।’
শাদাব খানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে টুইটারে ইফতিখার আহমেদ লেখেন, ‘এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয়, দুলা মিয়া ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত শাদাব। শুভকামনা রইল।’
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন পাকিস্তানের তারকা ওপেনার ইমাম উল হক, পেসার হাসান আলী, খুশদিল শাহ ও হারিস রউফ।
৩ ফেব্রুয়ারি শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ের দিন ধার্য রয়েছে।
শাদাব খান পাকিস্তানের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি, ৫৩টি ওয়ানডে আর ৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১৮২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ১ হাজার ৩৭২ রান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।