বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে হারবে ভারত, ভবিষ্যৎবাণী তার

প্রকাশিত : ০৯:৩৪ পূর্বাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আরও এক আইসিসি টুর্নামেন্ট, আবারও ভারতের মুখোমুখি পাকিস্তান। এবারের যে আসর, সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ ম্যাচেই কিন্তু দুই দল মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

এবারের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আর পাকিস্তান যখন মুখোমুখি হবে, এবার দৃশ্যটা কেমন হবে, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে এবারও চূড়ান্ত দৃশ্যটা বদলে যাবে না, মনে করছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তবে এই দুই দলই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তার মনে।

গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচে বাবর আজমদের জয় দেখছেন শোয়েব। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে উঠবে, ধারণা শোয়েবের।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমার মনে হয়, ২৩ ফেব্রুয়ারি গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে। ভারত ও পাকিস্তানের ফাইনালে দেখা হওয়া উচিত। যদি ভারত ও নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে প্রতিযোগিতা অর্ধেক জেতা হয়ে যাবে সবুজ জার্সিধারীদের।’

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে হারিয়ে সবশেষ কোনো আইসিসি শিরোপা জিতেছিল পাকিস্তান। ২০২১ টি ২০ বিশ্বকাপেও ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তবে শেষ তিনবারের সাক্ষাতে জিতেছে ভারত। ২০২২ ও ২০২৪ টি ২০ বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT