পাকিস্তানের ঐতিহাসিক জয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা
প্রকাশিত : ০৮:০৩ পূর্বাহ্ণ, ৫ নভেম্বর ২০২৩ রবিবার ৭০ বার পঠিত
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০২ রানের বিশাল টার্গেট তাড়ায় বৃষ্টি আইনে ২১ রাসে জয় পায় পাকিস্তান। বাবর আজমদের এই ঐতিহাসিক জয়ে সুবিধা হলো দক্ষিণ আফ্রিকার। তারা ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে।
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথেই রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে সেমির পথে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফগানিস্তান।
এখনও ১২ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। নিউজিল্যান্ড ও পাকিস্তানের কেবল একটি করে ম্যাচ বাকি রয়েছে।
আগামীকাল রোববার কলকাতায় ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ১০ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে মোকাবিলা করবে প্রোটিয়ারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।