পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে মুখ খুলল রাশিয়া
প্রকাশিত : ০৮:৪৭ অপরাহ্ণ, ২ জুন ২০২২ বৃহস্পতিবার ১৬৯ বার পঠিত
পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে মুখ খুলেছে রাশিয়া। মস্কো ইউরোপের সঙ্গে সম্পর্ক ছেদের কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছে ক্রেমলিন। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন আক্রমণের পর মস্কো এবং পশ্চিমের মধ্যে সম্পর্কের নতুন করে অবনতি ঘটলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেছেন, আমরা কোনো কিছু বন্ধ করার পরিকল্পনা করছি না।
এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বিশেষ অভিযানের প্যারামিটারে কোনো পরিবর্তন আনবে না। বিশেষ অভিযানের লক্ষ্য অর্জিত হবে। তবে এটি ইউক্রেনের জন্য আরও দুর্ভোগ নিয়ে আসবে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভেরোদনেৎস্কে রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র ‘আগুনে ঘি ঢালছে’ বলে অভিযোগ করেছিল রাশিয়া।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।