পর্তুগাল-যুক্তরাজ্য ঐতিহাসিক ৬৫০ বছর সম্পর্কের নতুন দিগন্ত
প্রকাশিত : ০৫:৪১ অপরাহ্ণ, ১৮ জুন ২০২২ শনিবার ৮৮ বার পঠিত
পর্তুগাল এবং যুক্তরাজ্য বিশ্বের প্রাচীনতম জোট হিসেবে ৬৫০ বছরের সম্পর্ক উদযাপন করতে যাচ্ছে। যুক্তরাজ্যে সফররত পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১৪ জুন পর্তুগিজ সরকারের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকটি উপস্থাপন করা হয়।
উভয় দেশের বৈদেশিক সম্পর্কের সমঝোতা এবং উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সাপ্লাই চেইন, চাকরি, বিজ্ঞান, উদ্ভাবন, প্রযুক্তি, গবেষণা, নাগরিকদের মাঝে সম্পর্কের উন্নয়ন ব্যবস্থাসহ বিস্তারিত বিভিন্ন বিষয়ে এ সমঝোতা স্মারক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, ১৩৭২ সালে অ্যাংলো-পর্তুগিজ চুক্তির মাধ্যমে উভয় দেশের মাঝে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল; যা বিশ্বের সবচেয়ে পুরনো দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে স্বীকৃত। ব্রেক্সিট পরবর্তী এই নতুন উদ্যোগ উভয় দেশের ঐতিহাসিক সম্পর্কের আরেকটি নতুন দিগন্ত হিসেবে উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে পর্তুগালের নাগরিকরা মতামত প্রকাশ করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।