পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে :ঢাবি ভিসি
প্রকাশিত : ১০:৩৪ অপরাহ্ণ, ২৭ জুন ২০২২ সোমবার ১০২ বার পঠিত
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন উপাচার্য।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করতে হবে।
ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।