বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশিত : ০৭:২২ পূর্বাহ্ণ, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার ৯৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে নদী ইসলাম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

সোমবার রাতে জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকায় নিজ বসতঘরে ঘুমন্ত স্ত্রী গলায় ছুড়ি চালিয়ে হত্যার চেষ্টা করে স্বামী নাইম হাসান (২৫)।

তিনি শহরের অনন্দবাজার এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

পুলিশ, পরিবারের লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত প্রায় ৭ বছর আগে প্রেম করে বিয়ে করেন ওই দম্পতি। জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে নদী ইসলামকে বিয়ে করেন শহরের আানন্দবাজার এলাকার মৃত মানিক মিয়ার ছেলে নাইম হাসান কাজল।

নদী ইসলাম বলেন, স্বামীর মুঠোফেনের মাধ্যমে তার পরকীয়ার বিষয়টি প্রকাশ পেলে দেখতে নাঈমের সঙ্গে ঝগড়া হয়। ওইদিন সন্ধ্যার পর নদী ইসলাম ঘুমিয়ে গেলে তাকে হত্যার জন্য গলায় ছুড়ি চালায় নাঈম। একপর্যায়ে নদীকে মৃত ভেবে পালিয়ে যান নাঈম। কিছুক্ষণ পর নদীর গোঙ্গানীর শব্দ শুনে বাসার লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ওই সময় কর্তব্যরত চিকিৎসক নদীর গলায় ৫১টি সেলাই করেন। তবে বর্তমানে এ গৃহবধূ আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্বামী নাইম হাসানের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি আমি শুনেছি।এঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT