মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নৌকাবিরোধীদের গোমতির পানিতে ডুবিয়ে দেওয়া হবে’

প্রকাশিত : ০৮:০৮ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার ৬৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নৌকাবিরোধীদের ৭ জানুয়ারি ধাক্কা মেরে গোমতীর পানিতে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৭টায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে কুমিল্লা-৫ আসনের নৌকা প্রতীকের নির্বাচনি উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ হুমকি দেন।

উঠান বৈঠকে অ্যাডভোকেট জামাল হোসেন ও দুলাল মাস্টারের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবু তাহের চেয়ারম্যান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপির কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি। কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও বুড়িচং থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আবু মুছা, আবুল হাসেম মেম্বার, মাজেদ মেম্বার, আবদুল জলিল, মুক্তিযোদ্ধা সরু মিয়া মেম্বার, ফরিদ উদ্দিন, সফিক সুপার, লিলু মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান, জহির মেম্বার, শরীফ খান, আরিফ খান, পেশকার মজিব, ডাক্তার শাহ আলম, সাত্তার ভূঁইয়া, যুবলীগ নেতা হিরু মিজান, শামীম আহমেদ, আবদুল আলিম, ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মো. রিপন, মোহাম্মদ উল্লা, আলী আহমেদ, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন, কামরুজ্জামান প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT