রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নৌকাকে হারাল মোটরসাইকেল

প্রকাশিত : ১০:৪৮ অপরাহ্ণ, ১৫ জুন ২০২২ বুধবার ১৪৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়াকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেনের মোটরসাইকেল প্রতীক জয়লাভ করেছে।

বিজয়ী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪১৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭৬৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৭৫৭ ও ইত্তেহাদ হোসেন পেয়েছেন ২৩২ ভোট।

ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫১১ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ হাজার ১৭২ জন, অর্থাৎ ৬২.৯৬ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে। এই প্রথম উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত বছর ২৬ ডিসেম্বর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT